শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষকদের বিবৃতি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। শিক্ষকরা গত শুক্রবার বিকেলে এ তথ্য জানান। শিক্ষকরা বিবৃতিতে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে অতিদ্রুত আলোচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান। বিবৃতিদাতা শিক্ষকরা হচ্ছেন- ডক্টর মো. ফজলুল করিম, ডক্টর মো. আবীর হোসেন, রেজোয়ানা আফরিন, এএসএম দেলোয়ার হোসেন, ডক্টর মো. বদরুল আলম মিয়া, মো. আল আমিন, ডক্টর মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, ডক্টর মো. বশির উদ্দিন খান প্রমুখ।