চৌমুহনী পৌরসভার দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর প্রথম শ্রেণির চৌমুহনী পৌরসভার অফিসসংগ্ন বড় দিঘিতে ব্যাংক লোনের মাধ্যমে প্রায় সাড়ে ১১ কোটি ব্যয়ে চার পাশে সৌন্দর্যবর্ধন ও সর্বজনীন চিত্রবিনোদনের জন্য পার্ক নির্মাণ করে।

দীর্ঘদিন পতিত থাকায়, দিঘিতে রাজস্ব আয় বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আমিষজাতীয় খাদ্য জোগানের লক্ষ্যে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্ল্যাহ মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন উন্নত জাতের ও হাইব্রিড জাতের কার্পু, মৃগেল, রুই, পাঙ্গাশ, তেলাপিয়া মাছ অবমুক্ত করেন।

চৌমুহনী পৌরসভার দিঘিতে মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, পৌরসভা নিবার্হী কর্মকর্তা জাকির হোসেন, একাউন্টস অফিসার জয়নুল হক পাটোয়ারি, প্যানেল মেয়র সাহাব উদ্দিন কাজল, ১নং কাউন্সিলর নুরুল ইসলাম বাবুল, ২নং কাউন্সিল তাকিব উদ্দিন চৌধুরী রাকিব, ৩নং আবদুল্লাহ আদর, মনজুর আলম, আবদুল মতিন, জেসমিন আক্তার, মোর্শিদা বেগম, সাংবাদিক ফোরামের সভাপতি মানিকভূঁইয়া এছাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পৌর সভার বিভিন্ন বিভাগের অফিসার মোহাম্মদ জাকির হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।