ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাজেকে আটকেপড়া পর্যটকরা ফিরছেন

সাজেকে আটকেপড়া পর্যটকরা ফিরছেন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে গিয়ে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল থাকায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আটকাপড়া প্রায় তিন শতাধিক পর্যটক সাজেক ত্যাগ করছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন পর্যটকরা। সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারীরা ইন্দ্রজিৎ চাকমা বলেন, আটকেপড়া পর্যটকরা স্কর্টের মাধ্যমে সাজেকে ছেড়েছেন। যেহেতু দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তাই পর্যটকরা নিরাপদে চলে গেছেন। খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, গতরাত থেকে বৃষ্টি না হওয়ায় রাস্তায় পানি কমে গেছে। তাই সাজেক থেকে পর্যটকদের গাড়ি ছেড়ে এসেছে। তবে পর্যটক না থাকায় খাগড়াছড়ি থেকে পর্যটকবাহী কোনো গাড়ি সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত