ফুলবাড়ীতে মডেল মসজিদে ফাটল
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হওয়ার ১ বছর যেতে না যেতেই মসজিদের বিভিন্ন অংশে ফাটলসহ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে মসজিদ নির্মাণসহ সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। এনিয়ে উপজেলা প্রশাসন ও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইসলামিক ফাউন্ডেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্নীতির মাধ্যমে মসজিদটি নির্মাণকাজ হয়েছে বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রাপ্ত সূত্র ও সরেজমিন দেখা গেছে, ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে মডেল মসজিদটি নির্মাণ করা হয়। এটি উপজেলা চত্বরে প্রায় ৪০ শতক জমির উপরে তৃতীয় তলা মসজিদ। এটির নির্মাণ ব্যয় ছিল সাড়ে ১১ কোটি টাকা। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ বাস্তবায়নে গর্ণপূত বিভাগের আওতায় মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাণকারী প্রতিষ্ঠানটি প্রাক্কলন (নসকা) অনুযায়ী কাজ সমাপ্ত করে প্রশাসনের নিকট হস্তান্তর করেন। সে অনুযায়ী গত বছরের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এটি নির্মাণের ১ বছর যেতে না যেতেই মসজিদটির সিঁড়ির নিচের গোডাউন রুমটির ৭-৮ জায়গায় ফাটল ধরেছে। ফলে চোয়ায় চোয়ায় পানি ঝড়ছে বিল্ডিংএর গা ঘেঁষে। অন্যদিকে মসজিদটির নীচতলার পার্কিং এরিয়ার উপরের ছাদটি পূর্ব পাশে পুরো ছাদের দক্ষিণ থেকে উত্তরদিকে লম্বায় ফেটে গেছে। ফলে পুরো ছাদটি ড্যাম হয়ে গেছে। এটি ভেঙে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় পুরো মসজিদটিতে বিদ্যুৎ ওয়ারিংয়ের প্রচুর সমস্যা দেখা দিয়েছে। যেকারণে বিদ্যুতের সুইচ দিলেই স্পার্কিং শুরু হয়ে যায়। এছাড়া নিম্নমানের লাইটিং-এর কারণে বেশির ভাগ বাল্প নিয়মিতভাবে জ্বলে উঠে না। মসজিটির বাইরে প্রটেকশন ওয়াল দেওয়ার কথা থাকলেও সেটি দেওয়া হয়নি।