ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সচেতন আইনজীবী সমাজের প্রতিবাদ ও মানববন্ধন

সচেতন আইনজীবী সমাজের প্রতিবাদ ও মানববন্ধন

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ নাগরিকদের গণহত্যার বিচার, গায়েবি মামলা, গণ গ্রেপ্তার ও নির্যাতন বন্ধে চাঁদপুরে প্রতিবাদ এবং মানববন্ধন করেছে আইনজীবীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে সচেতন আইনজীবী সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সাধারণ ছাত্রদের একদফা আন্দোলনের সব কর্মসূচির সাথে একমত পোষণ করে মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী দুলাল মিয়া পাটওয়ারী ও জাহাঙ্গীর আলম। অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবদুল্লাহিল বাকীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট কোহিনুর রশিদ ও আলম খান মঞ্জু। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একমত পোষণ করে বক্তারা বলেন, আমরা এই স্বাধীন দেশে আর গুলি দেখতে চাই না। আমরা আর কোনো হত্যা এবং খুন দেখতে চাই না। আমাদের সন্তানদের বাহিরে রেখে আমরাও ঘরে থাকতে পারছি না। বি না অজুহাতে সন্তানদের আমাদের সামনে থেকে গ্রেপ্তার করতে দিব না। আমরা আইনজীবী সমাজ সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। এখন থেকে আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আছি এবং থাকবো। বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। তারা আরো বলেন, গত কয়েকদিনে পুলিশের গুলিতে যেসব শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন তা আমরা দেখেছি। বিবেক আমাদের তাড়না করছিলো।

তাই আইনজীবী হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আন্দোলনের দেশের অনেক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো আবার গড়ে নেয়া যাবে। কিন্তু যারা নিহত হলেন তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে ফিরে পাওয়া যাবে। শিক্ষার্থীদের এক দফা দাবির সাথে আমরা একমত। এই সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা এই দাবি আদায় করে ছাড়বো এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। এছাড়াও আইনীজবীদের মধ্যে এম রফিকুল ইসলাম রিপন, জসিম মেহেদী, ছায়েম, মো. কামাল, ইয়াসিন আরাফাত, মো. শামিম, ছাদ্দাম, মাইনুল, জিসান আহমেদ রিজন, সানজিদ, সুমন, মিল্টন ও শামিমসহ প্রায় শতাধিক আইনজীবী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত