ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে কারামুক্ত ৫৯ নেতাকর্মী

কক্সবাজারে কারামুক্ত ৫৯ নেতাকর্মী

কোটাবিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৯ জন নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল থেকে তারা মুক্তি পেতে শুরু করেন। শত শত নেতাকর্মী কারামুক্তদের জেলগেইটে তাদের স্বাগত জানান। মিছিল নিয়ে গাড়িবহরে শ্লোগান দিতে দিতে কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে গন্তব্যে রওয়ানা দেন। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আখতার জাভেদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। অর্ধশতাধিক আইনজীবী নেতাকর্মীদের পক্ষে আদালতে অংশ নেন। মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন জেলা যুবদল নেতা নেজাম উদ্দিন, সদর উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, যুবদল নেতা রাশেদ আবেদীন সবুজ, সদর বিএনপি নেতা হারুনুর রশিদ, সাংবাদিক আহমদ সৈয়দ ফরমান প্রমুখ। কক্সবাজার জেলা কারাগার থেকে ৫৯ জনকে জামিনে মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেল সুপার মো. শাহ আলম খান। এদিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-০৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভাঙচুর-হামলা থেকে বিরত থাকতে হবে। আনন্দ উদযাপন করবেন, দেশের সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকতে হবে। তিনিও কারামুক্ত নেতাকর্মীদের বরণ করতে জেলগেইটে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত