সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ
কঠোর নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা ও বেনাপোল বিভিন্ন সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে যশোর ও খুলনার অধীনস্থ ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণত অনুপ্রবেশ করার মত জায়গা হচ্ছে বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধাণ্যখোলা, রঘুনাথপুর, গোগা, শিকারপুর ও হরিশ্চন্দ্রপুর সীমান্ত পথ ব্যবহার করে থাকে। অনু প্রবেশকারীরা এ কারণেই সীমান্তে বিজিবি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে সীমান্তে এইসব সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধের কঠোর নিরাপত্তা জোরদার করা হযেছে বিষয়টি নিশ্চিন্ত করেছে সিও বেনাপোল ইমিগ্রেশন ওসি আজারুল ইসলাম জানান, ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছে এবং বাংলাদেশ থেকে মেডিকেল যাত্রী সীমিত পরিসরে যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে কোনো সাধারণ পাসপোর্ট যাত্রী ভারত প্রবেশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কাছে যাচাই-বাছাই করতে হচ্ছে এমনটা জানায় ইমিগ্রেশন এর ওসি।