বিরামপুরে বিলের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বিলের পানিতে পরিবারের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাবাসসুম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শ্যামনগর গ্রামে পরিবারের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে পড়ে যায় ৮ বছরের শিশু তাবাসসুম। পরবর্তীতে তার লাশ বিলের পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। শিশু তাবাসসুম শ্যামনগর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে। সে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিগত বছরগুলোতে সরকার দলীয় নেতাদের প্রভাবে বিলের পানিতে সবাই মাছ ধরতে পারতো না। সরকারের পদত্যাগের ফলে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ উক্ত বিলের পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরতে পরিবারের সদস্যদের সাথে আসে শিশু তাবাসসুম। পরিবারের সদস্যদের অজান্তেই শিশু তাবাসসুম বিলের পানিতে পড়ে যায় এবং পরবর্তীতে তার লাশ বিলের পানিতে ভেসে উঠে।