নীলফামারীতে জনজীবন স্বাভাবিক হলেও জীবন বাঁচাতে পালিয়ে গেছে সরকার দলীয় নেতাকর্মীরা। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার খবরে আনন্দ মিছিল ও বিজয়োল্লাসে রাস্তায় নেমে পড়ে হাজার হাজার মানুষ, এমন দৃশ্য জেলার সবকটি উপজেলায় দেখা যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল নীলফামারীতে, কিন্তু হটাৎ করে অশান্ত পরিবেশ সৃষ্টি হয় সন্ধ্যার পরে। কিন্তু বিএনপি জামায়াতের নেতাদের কঠোর নেতৃত্বের কারণে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে, উপসনালয় গুলোতে কোনো হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এ বিষয়ে নীলফামারী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আকতার আলোকিত বাংলাদেশ কে বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেটা ছাত্র জনতার ঐক্যতায় গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, আমরা নতুন করে আরেক বিজয় অর্জন করেছি। তাই সবাইকে সজাগ এবং শান্ত থাকতে হবে, কারুর বাড়িতে হামলা অগ্নিসংযোগ করা যাবেনা। নীলফামারীর জলঢাকা উপজেলা সদরে এমপি পাভেলের ক্লাব অন্বেষা ভাঙচুর হলেও মন্দির, প্যাগোডা নিরাপদ রয়েছে, ডিমলার সাংসদ আফতাব উদ্দিন সরকার এর পেট্রোল পাম্প ও বাড়ির কিছু অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।