ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ট্রাফিকের দায়িত্বে ইসলামী যুব আন্দোলন ও শিক্ষার্থীরা

কিশোরগঞ্জে ট্রাফিকের দায়িত্বে ইসলামী যুব আন্দোলন ও শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ জেলা শহরে আজ সকাল থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীদেরও এ দায়িত্ব পালন করতে দেখা গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার পর পর জেলা শহরের একরামপুর মোড়, পুরান থানা, গৌরাঙ্গ বাজার ও কালীবাড়ি মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সরেজমিন গিয়ে দেখা গেছে, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা রাস্তার মাঝে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এ সময় কিছু সাধারণ শিক্ষার্থীদেরও কিছু সময় এ দায়িত্ব পালন করতে দেখা যায়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জ জেলা শহর একটি যানযটের শহর।

ট্রাফিক পুলিশ এ যানযট নিরসন করতে বরাবরই হিমশিম খায়। বর্তমানে ট্রাফিক পুলিশ দায়িত্বে নেই।

তাই আমাদের নিজের শহরের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ট্রাফিকের দায়িত্ব আমরা যুবকরা পালন করছি। যতদিন ট্রাফিক পুলিশ দায়িত্বে না আসবে, ততদিন আমরা দেশ ও মানুষের স্বার্থে রোদণ্ডবৃষ্টি-ঝড় মাথায় নিয়ে এ দায়িত্ব পালন করে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত