ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

কেশবপুরে বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদের নিয়ে এক জরুরি সভা গতকাল বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্প্রীতি ও শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। পরামর্শমূলক বক্তব্য রাখেন, কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবদুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ুন কবীর সুমন প্রমুখ। সভায় চলমান আন্দোলনে নিহতদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে শোক প্রস্তাব গ্রহণ হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের গাড়িতে হামলা, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল কবীর মিলটনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড, মন্দির, সংখ্যালঘু সম্প্রায়ের পরিবার ও দোকানে হামলার ঘটনা যাতে না ঘটে সে দিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত