ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জুড়ীতে মসজিদ মন্দির পাহারায় সাধারণ শিক্ষার্থীরা

জুড়ীতে মসজিদ মন্দির পাহারায় সাধারণ শিক্ষার্থীরা

মৌলভীবাজারের জুড়ীতে মসজিদ এবং সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাতে শ্রী শ্রী রাঁধা মাধব সেবাশ্রম উপজেলা সদরের বিভিন্ন মসজিদ ও মন্দিরে শিক্ষার্থীদের টহল লক্ষ্য করা যায়। তারা জানায়, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে প্রস্তুত দুষ্কৃতকারী। তাই আমরা জুড়ীর সাধারণ শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছি যত দিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে আমরা এভাবে পাহারায় থাকব। সরেজমিন দেখা যায়, জুড়ীর প্রাণকেন্দ্রের মসজিদগুলো ঘুরে দেখছে শিক্ষার্থীরা। বাছিরপুরে শ্রী শ্রী রাঁধা মাধব সেবাশ্রম, স্টেশন রোডের শ্রী শ্রী দুর্গাবাড়ীসহ বিভিন্ন মন্দিরেও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় আব্দুল্লাহ আল মাহি বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় শান্তিপূর্ণ পরিস্থিতি গড়ে তুলতে চাই, তারই অংশ আজকের এই রাত জাগা। আমরা চাই ক্রান্তিলগ্নে কেউ যেন আমাদের পৃথক করতে না পারে। তাই আমরা ক’জন এখন বিভিন্ন মসজিদ মন্দির পাহারায় সময় পার করছি। এ দেশ আমাদের সবার, কিন্তু দুষ্কৃতকারীরা চায় আমরা এক না হই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত