ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতি
সিরাজগঞ্জে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জের উল্লপাড়া পৌর শহর এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌর শহরের কাঁচা বাজারে ও বিভিন্ন সড়কের ধারে খোলা জায়গায় দোকান বসানোর জায়গা চিহ্নিত করা নিয়ে গতকাল বুধবার সকালে উপজেলার সাতবারিয়া গ্রামের মামুনের সাথে তালুকদার পাড়ার বাবলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকারীরা পাট বন্দরে দুটি গুদামসহ ৮-৯টি দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়। এসব দোকানের মধ্য মোহাম্মদ আলী ভ্যারাইটি, পারভেজ ভ্যারাইটি, সরদার ফার্মেসিসহ আরো কয়েকটি দোকানের সব মালামাল ভস্মীভূত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান মালিকরা ঘটনাস্থল এলাকায় কান্নাকাটি করছিল। এ সংবাদে সেনাবাহিনী সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখনো কোনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানিরা দাবি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত