ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা

পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা এবং শহর পরিচ্ছন্নতা করছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় তারা এ ব্যবস্থা নিয়েছে। এরমধ্যেই শহরে পরিবেশ অনেকটাই ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বাজার স্টেশন, বড় বাজার, বড়পুল এলাকা, কাঠেরপুল ও চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এবং শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

এতে শহর ও শহরতলী এলাকায় সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন যান চলাচল এখন বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক আঞ্জারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার শহর আমার দেশ পরিচ্ছন্ন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সবাই নিজ নিজ অবস্থান থেকে শহর পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করব। প্রায় ২ শতাধিক শিক্ষার্থী এ পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এ জনস্বার্থের কর্মসূচি পালনে তাদের সহযোগিতাও করা হচ্ছে। এছাড়া আনসার সদস্যরা থানা নিরাপত্তাসহ ট্রাফিকের দায়িত্ব পালন করছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান বলেন, শহর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করা হচ্ছে। এতে ক্রমাগতভাবে শহরের পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরছে এবং বিভিন্ন যান চলাচলও এখন বেড়েছে। এদিকে শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য ও আনসার সদস্যরা শহর পরিষ্কার ও ট্রাফিকের দায়িত্ব পালনে প্রশংসিত বলে বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত