বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
সড়ক পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণের পর এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জেলার বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিনের আন্দোলনকে ঘিরে শহরের বিভিন্ন রাস্তায় ময়লা-আবর্জনার সৃষ্টি হয়। পরে শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা। এছাড়াও শিক্ষার্থীরা মাদারীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার, ইটেরপুরসহ বিভিন্ন বাজারে গিয়ে তারা বাজার মনিটরিংয়ের কাজ করেন। পাশাপাশি কয়েকটি দলে বিভিন্ন হয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিকের কাজও করেন। এ কাজে মাদারীপুরের বিভিন্ন কলেজে, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেয়। শিক্ষার্থী মাহি বলেন, নতুন বাংলাদেশের রূপকার আমরা তরুণ শিক্ষার্থীরা। দীর্ঘদিন আন্দোলনের কারণে শহরের বিভিন্ন জায়গায় অনেক ময়লা-আবর্জনা জমা হয়েছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে মাদারীপুর শহর পরিষ্কারের কাজ করছি। স্বেচ্ছাসেবক আব্দুর রহিম বলেন, আমরা ট্রাফিকের কাজ করছি। যাতে করে সব যানবাহন নিয়মমতো সুন্দরভাবে যাতায়াত করে। শিক্ষার্থী সিয়াম ও নোমান বলেন, বর্তমানের এ পরিস্থিতিতে যাতে করে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেশি নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না ফেলে। তাই আমরা সবাই মিলে বাজার মনিটরিংয়ের কাজ করছি।