চাঁদপুর পাসপোর্ট অফিস

অনিয়মের ছবি তোলায় চাঁদাবাজ বলে আটক তিন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পাসপোর্ট অফিসের অনিয়মের ছবি তোলায় তিনজন যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে এ অফিসের কর্মকর্তারা তাদের আটক করেছে বলে অভিযোগ উঠেছে। এরপর পাসপোর্ট অফিসের অর্থাৎ চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. ইউসুফ, কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। এ অফিস থেকে গত জুন মাসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুমিল্লা র‌্যাব-১১, অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা সাজিয়েছে, চাঁদপুরে জেলা বিএনপির সভাপতির নাম বলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়েছে মো. মামুন গাজী, ফজলু ও তপু নামের তিনজন যুবককে আটক করেন পাসপোর্ট অফিসের আনসার ব্যাটালিয়নরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। আটক মামুন শহরের চেয়ারম্যানঘাট জিটি রোড দক্ষিণ এলাকার মোস্তফা গাজীর ছেলে। ফজলু ও তপু, মামুন গাজীর বন্ধু ও একই এলাকার বাসিন্দা। পাসপোর্ট অফিসের কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সকাল থেকে আমরা পাসপোর্ট সেবা প্রার্থীদের জন্য কাজ করছিলাম। এ সময় মামুনসহ তিনজন অফিসের নিচতলায় মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করছিলেন এবং মামুন উচ্চস্বরে বলতে থাকে, এখানে আমাদের এতদিন ঢুকতে দেয়া হয়নি। এখানকার কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এ সময় মামুন টাকা দাবি করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। তিনি বলেন, আমি মামুনকে দ্বিতীয়তলায় একটি কক্ষে এনে জিজ্ঞাসা করলাম, তোমার সমস্যা কি? কোনো কাজ থাকলে বলো। সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তার সঙ্গী কাউকে ফোন করে আমাদের বোঝানোর চেষ্টা করে যে, সে জেলা বিএনপির সভাপতিকে ফোন দিচ্ছে। আসলে তা সঠিক নয়। তখন তাদের একজন বলে যে, উনি তো তোমাদের ভিডিও করছে। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. ইউসুফ বলেন, অফিসে উচ্চস্বরে কথাবার্তা শুনে আমি গিয়ে দেখি, মামুনসহ তিনজনকে আটকে রাখা হয়েছে।