সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আফিকুল ইসলাম সাদ এর জানাজার নামাজ ও দাফনসম্পন্ন। এই আন্দোলনে ধামরাই উপজেলায় প্রথম শহীদ তিনি। গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সাদ। পরে এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার তার মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার স্বজনরা তার লাশ নিয়ে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এরপর ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ও সবশেষ তার নিজ গ্রাম সাটুরিয়ার দড়গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত করে দাফনসম্পন্ন করেন। নিহত সাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায়। তার বাবার নাম শফিকুল ইসলাম। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।