ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গ্রামের বাজার পরিষ্কারেও শিক্ষার্থীরা

গ্রামের বাজার পরিষ্কারেও শিক্ষার্থীরা

শেখ হাসিনা পদত্যাগের পর দেশ সংস্কারে নামে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকার রাজপথ থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সব জায়গায় তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। সড়কে শৃঙ্খলা ফেরানো, ময়লা পরিষ্কার, যে কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঠেকানোসহ নানা সেবামূলক কাজ করছেন। তাদের এ কাজে সারাদেশের মতো পটুয়াখালীর বাসিন্দারাও খুশি।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন বাজার, রাস্তা, দোকানসহ নানা স্থান পরিষ্কার করতে দেখা যায় শিক্ষার্থীদের। তাদের এ কার্যক্রমে স্বস্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আবুল বাসার নামের এক ব্যবসায়ী বলেন, আমরা কোনো প্রকার হানাহানি বা বিশৃঙ্খলা চাই না। আমরা ছাত্রদের এই দেশ গঠনের কাজকে ভুলবো না। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবসময় তাদের পাশে থাকতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত