ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইনশৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সভা

আইনশৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সভা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে নাগরিক সুরক্ষা সমন্বয় সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধুলু পৌর বিএনপির সভাপতি মো. আমিনুর বাহার, বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আজিজুল ইসলাম (কারী), দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মো. খোদাবখ্স, বীরগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহীনুর ইসলাম, সাংবাদিক মো. হাদিউজ্জামান হাদি, গণঅধিকার পরিষদের নেতা মো. আবু হানিফ, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, সদস্য মো. আক্কাস আলী, মে. মশিউর রহমান, মো. মাজেদুল ইসলাম মাজু, সৈকত জুলিয়াস জুয়েল বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক যথাক্রমে ফয়জুর রহমান সজীব, জেনিয়ন রায়, আব্দুর রহমান রাশেদসহ আরো অনেকে। বক্তারা বলেন ৩৬ দিন বৈষম্য ছাত্র আন্দোলন কারীরা তাদের আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছেন। তারা জনসাধারণ গণের জানমালের সব প্রকার নিরাপত্তা প্রদানের নিমিত্তে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক সুরক্ষা কমিটি করে সব প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত