‘অতি উৎসাহী হয়ে কিছু করা যাবে না’

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, সামনে অনেক কাজ। অতি উৎসাহী হয়ে কিছু করা যাবে না। এই দেশটা তো আমাদের, তাই আমাদেরই রক্ষা করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত ভৈরব থানার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, গভীর ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। গেল ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের মতো কিশোরগঞ্জের ভৈরব থানায়ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।