ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাটুরিয়ায় বিএনপির শান্তি সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত

সাটুরিয়ায় বিএনপির শান্তি সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় সর্বস্তরের জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা বিএনপি’র আয়োজনে শান্তি সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সাটুরিয়া বাসস্ট্যান্ডে এলাকায় এই শান্তি সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা তার বক্ত্যবে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে পড়ে সাবেক প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজ আমাদের করা যাবে না। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো। এবং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় না দেয়ার হুশিয়ারি ব্যক্ত করেন। এছাড়া সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়। সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আজাদ বিপ্লাব, যুবদলের উপজেলা আহ্বায়ক আমির হামজা, সেচ্চাসেবকদলের সভাপতি মো. মহসিন সহ প্রমুখ। এ সময় সমাবেশে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত