আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মিরাজের মৃত্যু

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

বিগত কয়েকদিন আগে দেশে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মিরাজ খানের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া সর্দারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি দনিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে চলা আন্দোলনে অংশ নেন মিরাজ। গত ৫ আগস্ট ঢাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন তিনি। সহযোদ্ধারা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। মিরাজের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলে শহীদ হয়েছে। শহীদ ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চাই। মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।