ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

মৌলভীবাজারের জুড়ীতে দেশব্যাপী সাম্প্রদায়িক বিবাদ প্রতিরোধ সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উপজেলা জামায়াত ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ভবানীগঞ্জ বাজারের স্টেশন রোডের সভাকক্ষে উপজেলা জামায়াতের আমির হাফেজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। এ সময় তারা বলেন, দেশব্যাপী দুষ্কৃতিকারীরা মানুষের সম্পদ লুট করছে। আমাদের জুড়ীতেও এর নজির দেখেছি আমরা। বাংলাদেশ জামায়াত ইসলামী এর তীব্র নিন্দা জানিয়েছে। জুড়ীতে বিভিন্ন বাড়িতে হামলা-ভাঙচুর তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা, আমরা তাদের বাড়িতে গিয়েছি। আমাদের শহরে এখন আইনশৃঙ্খল বাহিনী নেই, গতকাল এবং আজ সকালেও সেনাবাহিনীর সঙ্গে মিটিং হয়েছে আমাদের। আমরা বলেছি যতদিন না আইনশৃঙ্খল বাহিনী আসছেন, আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের জানমাল মসজিদণ্ডমন্দির এবং সরকারি সম্পদ পাহারা দেব। এই বার্তা আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরও দিয়েছি। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র দাস প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত