হাবিপ্রবির ভিসি প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সরসহ ৩ নীতিনির্ধারক কর্মকর্তা পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টা নাগাদ হাবিপ্রবির ভিসি প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান. প্রক্টর প্রফেসর ড. মামুনূর রশিদ এবং ছাত্র পরামর্শ সেলের পরিচালক প্রফেসর ড. মাহবুব হোসেন পদত্যাগ করেন। রেজিস্টার প্রফেসর সাইফুল ইসলামের নিকট পদত্যাগ পত্র পেশ করেন বলে জানা যায় গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাদা অংশের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটম বেঁধে দেন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর থেকে ভিসিসহ অন্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অফিসে আসেননি। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ভিসি ও আরো কয়েকটি নামফলক ভাঙচুর করে। প্রশাসনিক ভবনের সামনে কাঠের তৈরি বঙ্গবন্ধুর বেদি ভেঙে ফেলে।