ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেগমগঞ্জে আলেমদের সমাবেশ

বেগমগঞ্জে আলেমদের সমাবেশ

নোয়াখালীর অন্যতম গুরুত্বপূর্ণ বেগমগঞ্জ উপজেলা আলেমদের করনীয় নিয়ে ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে চৌমুহনীতে অধ্যক্ষ মাওলানা শামছুল ইরফানের সঞ্চালনায় নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আমিন উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতের নোয়াখালী-কুমিল্লা টিম সদস্য মাওলানা মোহাম্মদ আলা উদ্দিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস শহীদ। সভায় আরো বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা বেলায়েত হোসেন, মীর মোহাম্মদ মোস্তফা, মাওলানা নুরুল হক, মাওলানা অহিদুল হক। বক্তব্যে অতিথিরা বলেন, শিক্ষার্থী আমাদের দেখিয়ে, ও শিখিয়েছে। আমাদের করনীয় আলেমদের করনীয় নিয়ে বিশাদ আলোচনা করেন। এছাড়া সবাই দেশের চলমান পরিস্থিতিতে সম্প্রতি হামলা ভাঙচুরও লুটপাট বন্ধ করা। বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে সহযোগিতা করে তাদের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের নিরাপত্তার বিষয়ে পরামর্শ ও আহ্বান জানান। সেই সঙ্গে দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন। এছাড়া বর্তমান মাদরাসা শিক্ষা বোর্ড সিলেবাস পরিবর্তন করা দাবি জানিয়েছেন। কোরআন হাদিস শিক্ষা আলোকে সিলেবাস তৈরির দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত