শশী বাহিনীর অত্যাচারের বিচার চেয়ে গ্রামবাসীর অভিযোগ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় শশী বাহিনীর অত্যাচারের গ্রামছাড়া ৪৭টি পরিবার দীর্ঘ প্রায় ৪বছর পর এলাকায় ফিরে আসায় তাদের ওপড় পুনরায় হামলা চালায় শশী বাহিনী। এ ঘটনায় আছির প্রামানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শশী বাহিনীর অত্যাচারের বিচার চেয়ে সাঁথিয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গতকাল শুক্রবার লিখিত অভিযোগ দিয়েছে গ্রামবাসী। এনামুল কবির শশী উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে ধোপাদহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। অভিযোগে জানা গেছে, ২০২১সালে ২৫ মার্চ উপজেলার ধোপাদহ ইউনয়িনের দয়রামপুর গ্রামের তাজমুল মেম্বর গ্রুপের সঙ্গে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এনামুল কবীর শশী বাহীনির সংঘর্ষ হয়। এ সময় শশীর পক্ষের নাজির উদ্দিন (৩০) নামে একজন নিহত হয়। এ ঘটনায় ২৯ জনের নামে মামলা দায়ের হয়। প্রায় ৪ বছর আসামিদের গ্রাম ছাড়া করে রাখে। এমন কি ওই পরিবারগুলোর বাড়িঘর জমিজমা দখল করে নেয়। আত্মসাৎ করে তাদের জমির ফসলাদিসহ কোটি টাকার সম্পদ। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়ি ছাড়া ৪৭টি পরিবার তাদের বাড়িতে ফিরে এলে শশী বাহিনীর লোকজন তাদের উপর আবারো হামলা করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় শশী বাহিনীর আছির উদ্দিন (৪২) নামে একজন ফালাবিদ্ধ হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সে মারা যায়। এ খবর পাওয়া মাত্র শশী বাহিনীর গ্রুপের সদস্য কেরাই, মিলন, রবিউলসহ বেশ কয়েকজন ওই গ্রামের আব্দুর রহমান পাষানের বাড়িঘর লুটপাট করে ও তার স্ত্রীকে হেনস্তা করে। এ ব্যাপারে শশীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় গ্রাবাসীর পক্ষে তাজমুল মেম্বর, লিয়াকত আলী খোকন, ফরহাদ ও লাল মিয়া সাঁথিয়া উপজেলার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সেনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই গ্রামবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর মাধ্যমে লিখিত অভিযোগ পেয়েছি।