পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে হামলা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাট ও অর্ধশত বিভিন্ন ফলদ গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের উত্তর মাঝর পাড়ার ১ নম্বর ওয়ার্ডের নুরুল হকের বাড়িতে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধিন বলে জানিয়েছেন ভুক্তভোগী নুরুল হক। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নুরুল হকের সঙ্গে একই এলাকার আবুল কাশেম এর পুত্র রাসেল ও পারভেজ, নুর মোহাম্মদের পুত্র আবুল হাশেম ও আবুল কাছিম, আবুল কাছিমের পুত্র জিসান, ছাহাব মিয়ার পুত্র মো. হোছেন ও জাকের হোছেন, আব্দু ছালামের পুত্র আজিম উদ্দিন, মো. মোহছেন এর পুত্র জমির উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছে। সে ঘটনার সূত্র ধরে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিবাদীরা নুরুল হকের পুত্রদ্বয়ের দু’টি বসতঘরে দা, ছুরি, লাঠি, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ নিয়ে বসতঘরে হামলা চালায়। ঘরের ভিতরে ডুকে আমাকে ও আমার সন্তানদের মারধর করে গুরুতর জখম করে। আলমিরা ভেঙে স্বণালংকার, নগদ টাকা লুটপাঠ করে। বাড়ির টিনের বাউন্ডারি ভাঙচুরসহ অর্ধশত গাছপপালা কেটে ফেলে। এতে ভুক্তভোগীর দশ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। ভুক্তভোগী নুরুল হকের পুত্র সরওয়ার উদ্দিন বলেন, সন্ত্রাসীদের ধ্বংযজ্ঞের ঘটনায় বাধা দিলে তারা হত্যার উদ্দ্যেশ্যে আমাকে, আমার ভাই জয়নাল আবেদীন, মহিউদ্দিন, আমার পিতা নুরুল হক ও আমার বয়োবৃদ্ধা মা আনোয়ারা বেগম কে গুরুতর জখম ও বেধড়ক মারধর করে। স্থানীয়রা আমাদের কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্তরা আরো বলেন, তাদের কাছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।