ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে হিন্দুদের বাড়িঘর-মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

নাটোরে হিন্দুদের বাড়িঘর-মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশের চলমান হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর-মন্দির ভাঙচুর ও সব নির্যাতনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। গতকাল শনিবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ দুষ্কৃতিকারীরা সারাদেশে মন্দির ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। স্বাধীন দেশে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে। তাদের মন্দির ভাঙচুর করছে। কেন হিন্দু সম্প্রদায়ের ওপর এত অত্যাচার-নির্যাতন। যদি এসব বন্ধ না হয়, তাহলে আমরা নিজেরাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে মাঠে নামবো। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন-নাটোর হিন্দু মহাজোটের সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোট নাটোরের সভাপতি সুজিত ঘোষ, নাটোর ইসকন মন্দিরের পরিচালক নাম প্রেম দাস প্রভু, সচেতন হিন্দু সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, দেবাশীষ রায়, বাচ্চু রায়সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত