মঠবাড়িয়ার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেয়ার আহ্বান

কেন্দ্রীয় ছাত্রদল নেতার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সব নেতাকার্মীদের সনাতন ধর্মালম্বিদের মন্দির, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বরাত দিয়ে বিবৃতিতে জানান, সনাতন ধর্মালম্বি ও সাধারণ মানুষের কোনো ক্ষতির সঙ্গে ছাত্রদল জড়িত এরকম বিন্দু পরিমাণ প্রমাণ পাওয়া গেলে তাদেরকে স্থায়ী ভাবে বহিষ্কার প্রদান করা হবে। শাকিল আহম্মেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এক শ্রেণির দুষ্টচক্র সারা দেশে ব্যপক লুটপাট শুরু করে। যা বিএনপির মতাদর্শের পরিপন্থী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশ সনাতন ধর্মালম্বি ও সাধারণ মানুষের যাতে কোন ক্ষতি না হয়। সেজন্য বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্র্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।