চাঁদপুর সদর হাসপাতাল থেকে মদের খালি বোতল ও সরঞ্জাম উদ্ধার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিভিন্ন টয়লেটের উপরে থাকা ফল ছাদ ও পরিত্যক্ত কক্ষ থেকে মাদক দ্রব্যের ষড়যন্ত্রসহ একাধিক মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে এসব উদ্ধার করা হয়। অভিযানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিভিন্ন টয়লেটের ফলছাদ ও পরিত্যাক্ত কক্ষ থেকে মদের ৮টি খালি বোতল ও মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা। শিক্ষার্থীরা জানান, ফরিদগঞ্জ উপজেলার একজন সমন্বয়ক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আমরা ১১০ নাম্বার কক্ষে আমরা বসি। হাসপাতালে আমাদের কোন অভিযান ছিল না। তবে হাসপাতালের উপর থেকে গাঁজার গন্ধ পাই, পরে হাসপাতালের বিভিন্ন টয়লেটের ফলছাদ ও পরিত্যাক্ত কক্ষ থেকে মদের ৮টি খালি বোতল ও মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়টি জানার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ককে ফোন করলে তিনি কল ধরেন নি।