নরসিংদীতে প্রায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা ও একটি প্রাইভেটকারসহ ৩ ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তার কাজে দায়িত্বরত ছাত্ররা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা এডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থী অন্যান্য দিনের মতো সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাতে তল্লাশি করে উক্ত টাকার দুটি ব্যাগ পাওয়া যায়। এ সময় বিষয়টি সেনা বাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়। পরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়।