ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দীর্ঘ ১৫ বছর পর গ্রামের বাড়িতে পা দিলেন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা সোহান

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা সোহান

দীর্ঘ ১৫ বছর জেল, জুলুম ও অত্যাচার নির্যাতন সহ্য করা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামের বাড়িতে পা দিলেন।

এ উপলক্ষে গতকাল শনিবার সকালে মাগুরা জেলার প্রবেশদ্বার কামারখালী ব্রিজের সামনে জেলা ও উপজেলার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল নেতাকর্মী তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। সেখান থেকে নেতাকর্মীরা গাড়ি ও মোটরসাইকেল বহরে তাকে গ্রামে বাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে নেমে প্রথমে তিনি তার মা মোছা. তালিমা বেগমের সাথে দেখা করেন। দীর্ঘ ১৫ বছর মা তার সন্তানকে দেখতে পারেননি। ছেলেকে জড়িয়ে ধরে মা কাঁন্নায় ভেঙে পড়েন। মার সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ির সামনে সোনাতুন্দি ট’বাজার রাস্তার মোড়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবেদ আলী, সোহানের চাচা মুজিবুর রহমান, মাগুরা জেলা যুবদলের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন প্রমুখ।

উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম আবু তাহের, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বদরুল আলম লিটুসহ জেলা ও উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহিদুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত