ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভূমিদস্যুদের থাবা থেকে বসতবাড়ি রক্ষার দাবি

ভূমিদস্যুদের থাবা থেকে বসতবাড়ি রক্ষার দাবি

বগুড়ার শেরপুরে ভূমিদস্যুদের থাবা থেকে বসতবাড়ি রক্ষার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাইদুজ্জামান সরকার জিকু নামের এক ভুক্তভোগী। তিনি শহরের স্যানালপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর সরকারের ছেলে। গতকাল রোববার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তৃতায় সাইদুজ্জামান সরকার বলেন, পৈর্তৃকসূত্রে শেরপুর মৌজায় ৫৩২ নম্বর সিএস, ৫৭০ এমআরআর খতিয়ানভুক্ত সাবেক ৭৭৫ দাগে ৪৪ শতক জমি প্রাপ্ত হয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ করে যুগ যুগ ধরে বসবাস করে আসছি। নামজারির পর বর্তমান সাল পর্যন্ত খাজনাও পরিশোধ করেছি। অথচ একই মহল্লার আব্দুল বাছেদের ছেলে আতাউর রহমান রহমান নামের এক ব্যক্তি জাল দলিল সৃষ্টি করে উক্ত জমিটির মালিনাকা দাবি করে বসেন। মোমেনা বেগমের নিকট থেকে জমিটি কিনেছেন বলে জানিয়েছে। কিন্তু মোমেনা বেগমের এই জমিতে কোনো মালিকানা নেই। এরপরও বিষয়টি নিয়ে আদালতের দ্বাড়স্থ হন ভূমিদস্যুখ্যাত আতাউর রহমান। দায়ের করেন অন্তত একডজন মামলা। তবে সেসব মামলায় হেরে যান তিনি। সাইদুজ্জামান সরকার অভিযোগ করে বলেন, বিগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অস্থিরতা তৈরি হয়। এই সুযোগে ৬ আগস্ট মধ্যরাতে আতাউর রহমানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িটির দখলে নিতে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর-লুটপাট চালানো হয়। পরে তিনি উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর নিকট সাহায্য চান। এরপর তারা দ্রুত ঘটনাস্থলে এলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। কিন্তু পিছু হটেনি। এমনকি বসতবাড়িটি দখলে নিতে নানামুখি পাঁয়তারা চালাচ্ছে ওই চক্রটি। এরই ধারাবাহিকতায় গত ০৫ আগস্ট সংবাদ সম্মেলন ডেকে মিথ্যাচার করা হয়। এছাড়া সাংবাদিকদের নিকট ভুয়া তথ্য দিয়ে প্রকত ঘটনা আঁড়াল করে উল্টো সংবাদ পরিবেশন করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, বসতবাড়ি থেকে আমাদের উচ্ছেদ করতে সপরিবারে হত্যার হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এতে করে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সংবাদ সম্মেলনে মাধ্যমে বসতবাড়ি রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি। এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত আতাউর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করেন। পাশাপাশি সাইদুজ্জামানের মিথ্যাচারে বিভ্রান্ত না হতে প্রশাসনসহ সবার প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত