ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হল খুলছে আজ

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হল খুলছে আজ

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৮আগস্ট থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হস্ছে। আজ সোমবার হলসমূহ খুলে দেয়া হচ্ছে। হাবিপ্রবির রেজিস্ট্রির প্রফেসর ডক্টর সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ৬আগস্ট সরকারি ঘোষণায় দেশের সকল শিক্ষা প্রতিষ্টান খুলে দেয়ার আদেশ দেয়া হয়। আগামী১৮আগস্ট হতে পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে। সেকারণে আবাসিক হলগুলো আজ সোমবার শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে। উল্লেখ্য বৈষম্যমূলক পেনশন স্কিম ও কোটা আন্দোলনের জন্য দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিল। গত শুক্রবার ভিসি প্রফেসর ডঃ এম কামরুজ্জামান. প্রকটার প্রফেসর ডঃ মামুনুর রশিদ ও ছাত্র পরামর্শ বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মাহবুব হোসেন পদত্যাগ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত