ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হামলা, ভাঙচুর-লুটপাট

বিএনপির কেউ জড়িত থাকার প্রমাণ পেলেই বহিষ্কার : হাবিব

বিএনপির কেউ জড়িত থাকার প্রমাণ পেলেই বহিষ্কার : হাবিব

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন শেখ হাসিনা সরকার পতনের পর পাবনার বিভিন্ন স্থানে যেসব হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নেই। যদি বিএনপির কারো জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে তাকে বহিষ্কার করে আইনের হাতে সোপর্দ করা হবে। তাদের রাজনীতি করার শিক্ষা দিয়ে দিব। গত শনিবার রাতে সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান নান্নুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখে পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, সদস্য মলয়কুমার দাস, জেলা কৃষকদলের সভাপতি শফিউল আলম শফি। এ ছাড়াও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল বারী নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সেলিমুজ্জামান মতিন, পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্নআহবায়ক আব্দুল ওহাব মানিক, পৌর যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম, সাবেক সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব আসাদুজ্জামান রিপনসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দরা বিভিন্ন মন্দির ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রাদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত