ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জসহ দেশব্যাপী সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের আয়োজনে গতকাল সোমবার বিকালে শ্রী শ্রী মহাপ্রভূর আখড়ার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি প্রকৌশলী চন্দন কুমার পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক অশোক ব্যানার্জী, সাংবাদিক দীলিপ গৌর, মহাপ্রভূর আখড়া কমিটির সভাপতি প্রদীপ কুমার বসাক, হরিজন ঐক্যপরিষদ নেতা রতন কুমার বাস ফোর, দলিত সম্প্রদায়ের নেতা অনিল রবিদাস, কালীমন্দির কমিটির সভাপতি জীবন কুমার বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, পরিবর্তিত পরিস্থিতির সুযোগে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সুপরিকল্পিতভাবে সিরাজগঞ্জসহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর, তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করছে। এতে অনেকে আহত হয়েছে এবং তাদের বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন। এ অবস্থায় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর আগে ঘটে যাওয়া এসব ঘটনার বিচার না হওয়ায় বার বার একই ঘটনা ঘটছে। এ ঘটনায় জড়িদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও বাসস্থানের ব্যবস্থা করা, হিন্দু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি আইন দ্রুত বাস্তবায়ন, হিন্দু ধর্মী কলাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরিত করা ও সংসদে ১০ শতাংশ ধর্মীয় সংখ্যা লঘু কোটার ব্যবস্থা করা এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত