সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় নানা দুর্নীতির তোপের মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অশালীন ভাষা ও অঙ্গভঙ্গি দেখানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলসহ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালে ভুয়া রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে আলাউদ্দিন নামের এক যুবক টাকা আত্মসাৎ করে আসছিল এবং এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এরইমধ্যে এ কমিটির তদন্ত কাজও শুরু হয়েছে। এর আগে গত রোববার সকালে ওই তত্ত্বাবধায়কের কক্ষে আন্দোলনকারী ছাত্ররা প্রবেশ করে এবং তারা হাসপাতালের নানা দুর্নীতির বিষয়ে উপস্থাপন করে। এ সময় তোপের মুখে পড়ে ওই তত্ত্বাধায়ক তার এ অশালীন ভাষা ও অঙ্গভঙ্গি দেখানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ওই হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে বলেন, গত রোববার সংঘটিত ঘটনায় ওই তত্ত্বাবধায়ক যে অশালীন ভাষা ও অঙ্গভঙ্গি দেখিয়েছে এবং এ ঘটনা লজ্জার ও খুবই দুঃখজনক। এছাড়া গতকাল সোমবার দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা চিকিৎসকদের সাথে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ওই হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতির চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে সেনা সদস্যরা ওই হাসপাতালে গিয়ে উভয়পক্ষের সাথে কথা বলে শান্ত পরিবেশ ফিরে আনে এবং তারা কর্মস্থলে ফিরে যায়। এদিকে গত রোববার ওই হাসপাতালে সংঘটিত ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গতকাল সোমবার বিকালে বিক্ষোভ ও কর্মসূচি পালন করে এবং শিক্ষার্থীরা ওই তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবি করেন।