ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত শিক্ষার্থীরা

হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত শিক্ষার্থীরা

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা । গত ৩ দিন ধরে তারা বিভিন্ন ধরনের সেবা যেমন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ, হাসপাতালের খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের টিম আকারে ব্যস্ত রেখেছে। এ সময় রুগি ও স্বজনদের সাথে কথা বললে তারা এ ধরনের কার্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন ।

হাসপাতাল একটি সেবা মূলক প্রতিষ্ঠান হওয়ার পরও ডাক্তারদের কাছ থেকে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পায় না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে । এখন তারা শতভাগ সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক শুভ, সাদিক, আনিশা জানান, আমরা আস্তে আস্তে বিভিন্ন কর্মকাণ্ড করছি। বেশিরভাগ জায়গাতেই আমরা সমস্যা খুঁজে পেয়েছি। হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আমরা মিটিং করেছি। তারা জানান, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে ফ্যান, লাইট জ্বলছে কি না, রোগীরা সঠিক সেবা পাচ্ছে কি না, এমনকি খাবারের মান, সেই সাথে হাসপাতালের যানবাহন রাখায় শৃঙ্খলা ফেরানো সবই একে একে দেখা হচ্ছে। আশা করি, আগামী কয়েকদিনের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত