কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মিছিল

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

উপজেলা সদরে অবস্থিত কপোতাক্ষ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় রাস্তায় মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, কলেজের শিক্ষক ও সাধারণ ছাত্রছাত্রীরা। অধ্যক্ষের আর্থিক অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা তিন রাস্তার মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রভাষক রেজওয়ানুল করিম, শিক্ষার্থী প্রিন্স, নাহিদ, রাসেল, মেহেদি, সোহেল ও সাব্বির। বক্তারা দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল চলতি বছরে একাদশ শ্রেণিতে ভর্তি ফিবাবদ শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায় করেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনকালে অধ্যক্ষ নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয়ে কলেজের দুটি ভবন নির্মাণে ঠিকাদারের কাছে থেকে আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণ, শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ করে টাকা আদায় ও কলেজের বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।