ঈশ্বরগঞ্জে কাপড়ের দোকানে লুট

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি কাপড়ের দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা দোকানে থাকা থান কাপড়, শাড়ী, লুঙ্গি, থ্রিপিস, বিছানার চাদরসহ বিভিন্ন গার্মেন্টস জাতীয় প্রায় ১২লাখ টাকার কাপড় ও দোকানের ক্যাশবাক্সে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজারের সিনেমাহল রোড সংলগ্ন মেসার্স মেহেদী বস্ত্রালয়ে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার রাত আনুমানিক ১১টার দিকে মেহিদী বস্ত্রালয়ের মালিক মো. রুকন উদ্দিন প্রতিদিনের মতো বেচাকেনা শেষে দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন গতকাল সোমবার আনুমানিক সকাল ৯টার দিকে এসে দেখেন দোকানের শার্টারের তালা ভাঙা। এ সময় তিনি ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে জড়ো হন। দোকান মালিক রুকন উদ্দিন বলেন, ‘রাতে বেচাকেনা শেষে বাসায় চলে যাই।

সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি- দোকানে থাকা সব কাপড় নিয়ে গেছে। কিছু কাপড় এলোমেলো অবস্থায় পরেছিল। ক্যাশ বাক্স ভেঙে ১ লাখ ৩০ হাজার নগদ টাকাও নিয়ে গেছে চোরেরা। আমার সব পুঁজি শেষ হয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও চুরি যাওয়া মালামালসহ টাকা ফেরত চাই। রুকন উদ্দিনের ছেলে মেহেদি হাসান সিহান বলেন, ‘মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশের জের ধরে পরিকল্পিতভাবে দোকানের মালামাল লুট করা হয়েছে। এ বিষয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অতিদ্রুত এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি। এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।