প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কতৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুরের আয়োজনে অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাসুদ রানা। ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাবসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোল্লা আশিকুল হক।
গত ২০১২ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কতৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ওই সময়ের মধ্যে ২৯ হাজার ৬৬০ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের ইতিপূর্বে ৮ কোটি ৮৩ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুর অফিসের মাধ্যমে এসএসসি ক্যাটাগরিতে ৪ জনকে বাৎসরিক ২৭ হাজার ৫ শত ও এইচএসসি ক্যাটাগরিতে ৩ জনকে বাৎসরিক ৩৪ হাজার টাকাসহ মোট ৭ জনকে ২ লক্ষ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মো. আরিফ হোসেন। এ সময় প্রবাসী কর্মীদের সন্তান ও তাদের অবিভাবকরা উপস্থিত ছিলেন।