তিতাস থানায় পুলিশ বরণ করলো শিক্ষার্থীরা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে তিতাস থানার কার্যক্রম। গতকাল মঙ্গলবার সকাল থেকে সীমিত আকারে এ কার্যক্রম চালু করা হয়েছে। ফিরে আসা পুলিশ সদস্যদের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনীতি ব্যক্তিরা বরণ করে নেয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা তিতাস থানায় হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় রাতের গভীরে থানা ভবনের ভেতর প্রতিটি কক্ষে তারা আগুন ধরিয়ে দেয়। ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় প্রায় শতাধিক আন্দোলনকারী। গত ৫ আগস্টের পর থেকে তিতাস থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত সোমবার বিকালে একে একে ২৫ জন পুলিশ সদস্য থানা কমপ্লেক্সে এসে হাজির হয়। পুলিশের নিরাপত্তায় থাকা সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন প্রথমে তাদেরকে বরণ করে নেয়। এরপর কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতারা পুলিশ সদস্যদের বরণ করেন এবং মিষ্টিমুখ করান। এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সদস্যদের বরণ করে নেয় গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান রবিনের নেতৃত্বে প্রায় ৩০ সদস্যদের একটি দল তাদের বরণ করেন এবং যত সম্ভব থানা পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।