সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সেই তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায়কে অবশেষে বদলি করা হয়েছে। গত সোমবার রাতে তাকে বরিশাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ হিসেবে বদলির আদেশ দেয়া হয়েছে। এ আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্থি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত হাসপাতালে কাঙ্খিত সেবা না পেয়ে গত রোববার রোগীর স্বজনেরা স্থানীয় আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে অভিযোগ করে। এ অভিযোগে আন্দোলনকারী বেশকিছু শিক্ষার্থী ও রোগীর স্বজনরা ওইদিন দুপুরে হাসপাতালের ওই তত্ত্বাবধায়কের কাছে এ অভিযোগ করে। এ সময় তত্ত্বাবধায়ক সহকর্মীদের সামনে অভিযোগকারীদের গালিগালাজ ও অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। তার এ আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়টি জেলা প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের জানান। এ ছাড়া ওই হাসপাতালের নানা অনিয়মের অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে রোগীদের হয়রানি ও ভুয়া রশিদে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে। এসব অনিয়ম দুর্নীতি ওই তত্ত্বাবধায়ক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ওই তত্ত্বাধায়কের অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কারণেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তাকে এই বদলির নির্দেশ দেয়া হয়। তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় ব্যবস্থা নিবে। তার বদলির বিষয়ে নিশ্চিত করে ওই হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা গত রোববার ওই হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়কের সঙ্গে নানা অভিযোগ বিষয়ে কথাবার্তা বলছিল। একপর্যায়ে তত্ত্বাবধায়ক যে অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন তা লজ্জাজনক। তবে শিক্ষার্থীদেরও আচরণ নিয়েও প্রশ্ন রয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে ২ দিন ধরে এক ধরনের অশান্তি বিরাজ করে। অবশেষে ওই তত্ত্বাবধায়ককে অন্যত্র বদলি করা হয়েছে। তবে ওই হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।