ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বসতঘরে কুণ্ডলী পাকিয়ে ছিল বিষধর শঙ্খিনী

বসতঘরে কুণ্ডলী পাকিয়ে ছিল বিষধর শঙ্খিনী

দুর্লভ প্রজাতির অতি বিষধর শঙ্খিনী সাপ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকার একটি বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী এলাকার আকরাম হোসেনের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। তিনি বলেন, শ্রীমঙ্গল শহরের শ্যামলী এলাকার বসতঘরে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে রাতের কোনো এক সময় বসতঘরের ভিতর সিঁড়ির পাশে কুণ্ডলী পাকিয়ে বসেছিল সাপটি। আনুমানিক রাত সাড়ে ৮টার সময় হঠাৎ ঘরের লোকজন তা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। বসতঘরের সবার চিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন ছুটে আসেন। পরে আমাকে খবর দিলে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে অনেক চেষ্টা চালিয়ে শঙ্খিনীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ এর কাছে হস্তান্তর করি। স্বপন দেব সজল আরো বলেন, সাপটি লম্বায় আড়াই থেকে তিন ফুটের মতো। পুরো শরীর হলুদ রঙের ডোরাকাটা। সাপটি সাধারণত অন্যসব প্রজাতির সাপ খেতে পছন্দ করে। এটি অত্যন্ত বিষধর প্রাণী। দুলর্ভ প্রজাতির এ সাপটি ঝোপজঙ্গলে বসবাস করে। বর্তমানে শঙ্খিনীটি বন বিভাগের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত