সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আদিবাসীদের মানববন্ধন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সমতলের আদিবাসী শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে নবাবগঞ্জ উপজেলা সদরে ১৬দফা দাবি আদায়ে সমতলের আদিবাসী শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছেন।

উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মিছিলটি প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন ভূমি কমিশন গঠন এবং নিরাপত্তাসহ ১৬দফা সম্বলিত এক সারকলিপি ইউ এন ওর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেরণ করা হয়। এ সময় আদিবাসী শিক্ষার্থী সুমন মার্ক হেমব্রম সিলভাস্টার রুবেল মুর্মু ও ফিলিমন হেমব্রম বক্তব্য রাখেন।