সাতক্ষীরার বিএনপির দুই নেতা সাময়িক বহিষ্কার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রিয়াজুল ইসলাম সাময়িক বহিস্কার করা হয়েছে। খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপি নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী সাময়িক বহিস্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরামুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রিয়াজুল ইসলাম সাময়িক বহিস্কার করা হয়। অন্যদিকে খলিলনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দিন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপি নাম ভাঙ্গিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থাগ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানান এরা দলের কেউ না তাদের অপকর্মের দায় দল নেবে না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যাক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি। সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিস্কার করা হচ্ছে।