সাবেক ইউপি মেম্বারের বাড়িতে হামলা ভাঙচুর

* অভিযোগ করতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ * ২ লাখ টাকার চাঁদা দাবি * স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক মেম্বারের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় গৃহবধূসহ আহত হয়েছে ২ জন। অন্যদিকে জমি বিরোধে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর মা ও ছেলেকে কুপিয়ে জখম। গুরুতর জখমীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। অভিযোগে জানা গেছে, ঘটনার দিন গত শুক্রবার জুমার নামাজের পর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেলোয়ার হোসেন মুনসী স্ত্রী সন্তানদের দুপুরের খাবার খাচ্ছিলেন। তখন একই এলাকার জনৈক সিপার তালুকদারের নেতৃত্বে কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার বাড়ি ভাঙচুর করে। হামলায় দেলোয়ার মুনসীসহ তার স্ত্রী সেনোয়ারা বেগম (৪০) গুরুতর আহত হয়। দুর্বৃত্তরা তার হাত পিটিয়ে ভেঙে দিয়েছে। দুর্বৃত্তরা তার কাছর ২ লাখ টাকার চাঁদাও দাবি করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান। থানায় অভিযোগ না নেয়ায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে, অফিসিয়াল কার্যক্রম শুরু হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে মোরেলগঞ্জে জমি বিরোধে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর মা ও ছেলেকে কুপিয়ে জখম। গুরুতর জখমীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার সাইদুর রহমান বাদী হয়ে নাসির ফকিরসহ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন- মাহফুজা বেগম লাভলী (৪০) ও তার ছেলে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যায়ের ৮ম শ্রেণির ছাত্র মুনিম আহম্মেদ তাজ (১৫)। অভিযোগে জানাগেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের ব্যবসায়ী সাইদুর রহমান ফকিরের বসতবাড়িতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনারদিন গত বুধবার বিকালে পার্শ্ববতী মধুরকাটি গ্রামের নাসির ফকিরের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি বাহিনী বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারিদের বাধা দিলে সন্ত্রাসীরা বাড়ির গৃহকর্ত্রী মাহফুজা বেগম লাভলী ও ছেলে স্কুল পড়ুয়া ছাত্র মুনিম আহম্মেদ তাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গুরুত্বর জখমীদের অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। ভূক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান ফকির বলেন, জমির বিরোধে পার্শ্ববতী হোগলাপাশা ইউনিয়নের নাসির ফকিরের নেতৃত্বে তার বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তছনছ ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আমার স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। গত ৫ দিন ধরে বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছি। এ ঘটনায় আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে, অফিসিয়াল কার্যক্রম শুরু হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।