ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লক্ষ্মীপুরে গাঢাকা দিয়েছে দুই ডজন ইউপি চেয়ারম্যান

লক্ষ্মীপুরে গাঢাকা দিয়েছে দুই ডজন ইউপি চেয়ারম্যান

লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, রামগঞ্জ রায়পুর ও সদর উপজেলার অন্তত দুই ডজন ইউপি চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। গত ৫ আগস্টের পর তাদের আর কার্যালয়ে আসতে দেখা যায়নি। স্থানীয়দের মতে, এ সব উপজেলার বেশিরভাগ চেয়ারম্যান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর সবাই আত্মগোপনে চলে যান। বর্তমানে এ সব ইউপি চেয়ারম্যানের কোনো হদিস নেই। তারা কার্যালয়ে না আসায় সেবাবঞ্চিত রয়েছেন সাধারণ জনগণ। স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও পাটোয়ারীর হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন রাজু, চর মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইউছুফ আলী মিঠু, সাহেবের হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, রামগতির চর রমিজ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার, চর আব্দুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান কামাল হোসেন মনজু, আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তওহিদুল ইসলাম সুমনসহ আরো কয়েকজন গা-ঢাকা দেয়ায় পরিষদের কাজ বন্ধ হয়ে পড়েছে। এতে উভয় উপজেলায় প্রায় দুই লাখ মানুষ সেবাবঞ্চিত রয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে এসব উপজেলার নির্বাহী কর্মকর্তারা বলেন, ‘ইউনিয়ন পরিষদের বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই।’ তবে আইনশৃঙ্খলা স্বাভাবিক হলে অব্যশই সবাই কর্মক্ষেত্রে যোগ দিবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত