বৈষম্যবিরোধী আন্দোলন

নিহত রাজু মিয়ার লাশ ফেরত চায় পরিবার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাজু মিয়ার পরিবারের কান্নাথামছে না। পরিবারের একমাত্র উপার্জনশীল রাজু মিয়াকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। বোন খাদিজা ভাইয়ের শোকে পাগলপ্রায়। দুই বোনের একমাত্র ভাই ছিলেন রাজু। নিহত রাজু মিয়া (২৮) হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া (বলমাঠ) গ্রামের নিজাম উদ্দিনের পুত্র। নিজাম উদ্দিন পেশায় একজন ঠেলাগাড়ী চালক। বৃদ্ধ নিজাম উদ্দিন এখন পুত্রের উপার্জনের উপর নির্ভরশীল হয়ে ঠেলা গাড়ি চালানো ছেড়ে দিয়েছেন। গাজীপুরে একটি হোটেলের কর্মচারী ছিলেন রাজু মিয়া। গত ২০ জুলাই দুপুরে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলির সময় রাজু মিয়ার বাম হাতে ও মাথার ডান পার্শ্বে দুটি গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় গাজিপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গেলেও হাত, পা ধরে অনুনয় বিনয়, শত চেষ্টা করেও লাশটি ফেরত পায়নি। গত মঙ্গলবার দুপুরে ছোট বোন খাদিজার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, রাজু ভাইয়ের স্ত্রী লাশের সন্ধানে এখনও বিভিন্ন যায়গায় খোজাখুঁজি করে যাচ্ছেন। তিনি আরো জানান, রাজু ভাই ভাবীকে নিয়ে গাজীপুরে থাকতেন। তাদের এক বছর পুর্বে বিয়ে হয়েছিল। স্ত্রী রেহানা স্বামীর শোকে এখন দিশেহারা। রাজু মিয়া নিহত হওয়ার বিশ দিন অতিবাহিত হলেও কেও খোঁজ নেয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কোন শান্তনাও মিলেনি এখন পর্যন্ত। মা রাহেলা খাতুন দিন রাত নিহত সন্তানের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।