গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীদের এক দফা দাবিতে বিক্ষোভে মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ওই প্রধান শিক্ষকের নাম আলকাছ উদ্দিন। তিনি উপজেলার কালিয়াকৈর বাজার এলাকার গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন।
এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকার গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন তার বিগত সময়ে নানা অপকর্ম ও দুর্নীতির কারণে বিতর্কিত হন। এর মধ্যে বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, নারী শিক্ষিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, ছাত্রছাত্রীদের মারধর, ছাত্রের হাতপা বেঁধে নির্যাতন, ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ, অনুষ্ঠানে ছাত্রীদের নিয়ে নৃত্য, পরিক্ষার ফি কমানের আবেদন করলে অভিভাবককে গালিগালাজ, অফিস কক্ষে ধুমপান ও শিক্ষার মান নষ্ট করাসহ নানা কারণে আলোচিত-সমালোচিত হন প্রধান শিক্ষক আলকাছ। এসব ঘটনায় একাথিকবার অভিযোগ হলেও তার এমন অপকর্ম যেন থামছিল না। কিন্তু ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীদের কৌশলে নিজের পক্ষে রেখে নানা অপকর্ম ও দুর্নীতি করেও তিনি বার বার পাড় পেয়ে যেতেন। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে সফল হওয়ার পর ফুসে উঠে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।